জলঙ্গীঃ জলঙ্গীতে প্রচুর পরিমানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। ধৃত ব্যাক্তির নাম আনিসুর মন্ডল। শনিবার গভীর রাত্রে জলঙ্গী থানার পুলিস গোপনে খবর পেয়ে জলঙ্গীর মাহাতাব কলোনী এলাকার বাসিন্দা আনিসুর মন্ডলের বাড়িতে হানা দেয়। পুলিস বাড়িতে তল্লাশি চালানোর সময় ১টি 9mm পিস্তল, ১টি 7.65mm পিস্তল, ১টি ৬রাউন্ড পিস্তল, ২টি দেশি পিস্তল ও ৫রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। ধৃত আলিসুরকে রবিবার আদালতে তোলা হবে বলে পুলিস সূত্রে খবর। তবে কিভাবে ওই ব্যাক্তির বাড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াত্র মজুত হল তা খতিয়ে দেখছে জলঙ্গী থানার পুলিস।
জলঙ্গীতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার
রবিবার,২৩/১২/২০১৮
652
বাংলা এক্সপ্রেস---