“বিশিষ্ট সংগীতশিল্পী দ্বিজেনদার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি’-মমতা বন্দ্যোপাধ্যায়


সোমবার,২৪/১২/২০১৮
743

তথ্য ও সংস্কৃতি বিভাগ
পশ্চিমবঙ্গ সরকার
নবান্ন, ৩২৫ শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া ৭১১১০২

স্মারক সংখ্যা: ৩৫৪/আইসিএ/এনবি
তারিখ: ২৪-১২-২০১৮

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

বিশিষ্ট সংগীতশিল্পী দ্বিজেনদার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ৯১ বছর বয়সে কলকাতায় প্রয়াত হয়েছেন। প্রায় ছয় দশক ধরে বাংলা ও হিন্দি ভাষায় তাঁর গাওয়া দেড় হাজারের বেশি গান রেকর্ড হয়েছে। রবীন্দ্র সংগীতশিল্পীদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য। আকাশবাণীর ‘মহিষাসুরমর্দিনী’-তে তাঁর গাওয়া ‘জাগো দুর্গা’ শ্রোতাদের স্মৃতিতে চিরউজ্জ্বল হয়ে থাকবে। ব্যক্তিগতস্তরে দ্বিজেনদার সঙ্গে আমার সম্পর্ক ছিল অত্যন্ত সুমধুর। অশক্ত শরীর নিয়েও রাজ্য সরকারের সব অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি উপস্থিত থাকতেন। তাঁর চলে যাওয়া ব্যক্তিগতভাবে আমার কাছে এক অপূরণীয় ক্ষতি। দ্বিজেনদার প্রয়াণে এক বড় অধ্যায়ের অবসান ঘটল।আমাদের স্মৃতির মণিকোঠায় তিনি উজ্জ্বল হয়ে থাকবেন।

পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১১ সালে বঙ্গবিভূষণ, ২০১২ সালে সংগীত মহাসম্মান প্রদান করেছে। এছাড়া তিনি পদ্মভূষণ, সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার সহ অগণিত পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁর প্রয়াণ সংস্কৃতি জগতের বড় শূন্যতার সৃষ্টি করল।
আমি প্রয়াত শ্রীমুখোপাধ্যায়ের আত্মীয় পরিজনসহ তাঁর অনুরাগীদের
আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

(মমতা বন্দ্যোপাধ্যায়)

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট