ভবঘুরে আবাসিকদের হোমে আসন সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা জেলা প্রশাসনের


সোমবার,২৪/১২/২০১৮
469

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর : ভবঘুরে মানসিক প্রতিবন্ধীদের আবাসে আসন সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। রাজ্যে পুরুষ ভবঘুরে মানসিক প্রতিবন্ধীদের একমাত্র রাখা হয় পশ্চিম মেদিনীপুরের আবাসেই। যেখানে বর্তমানে আসন সংখ্যা ২০০। বর্তমানে ভবঘুরে রয়েছে ১৮৮ জন। এ জেলা তো বটেই পড়শী জেলাগুলোর থেকে আগত ভবঘুরেদের ও সংস্থান করা হয় মেদিনীপুরের আবাসেই। কিন্তু আসন সংখ্যা ফুরোনোর কারণে ভবঘুরেদের রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে।

সে কারণেই জেলার এই ভবঘুরে আবাসে আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।
সোমবারই এ কথা জানায় পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক পি মোহন গান্ধী। বর্ষ শেষের আগে ভবঘুরে আবাসিকদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নিল জেলা প্রশাসন । সে মত পশ্চিম মেদিনীপুর জেলা শাসক পি মোহন গান্ধী এবং মহকুমাশাসক দিননারায়ন ঘোষ সোমবার সকালে ভবঘুরে আবাসিকদের ভবনে এসে তাদের হাতে তুলে দেয় কিছু বস্ত্র । যা পেয়ে বেজায় খুশি মানসিক প্রতিবন্ধকতা সম্পন্ন ভবঘুরে আবাসিকরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট