বহরমপুরঃ আজ বড়দিন! যীশুখ্রীষ্টের জন্মদিন। সেই উপলক্ষে সারা দেশের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও সারম্বরে গীর্জায় গীর্জায় প্রার্থনার মধ্যে দিয়ে পালিত হল যীশুখ্রীষ্টের জন্মদিন। মঙ্গলবার সকাল ৮টা থেকে প্রভু যীশুর উদ্দেশ্যে বহরমপুর ক্যাথলিক চার্চে খ্রীষ্টান ধর্মাম্বলী লোকেদের শুরু হয় প্রার্থনা। সমগ্র চার্চকে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে এই উপলক্ষে। চার্চের বিভিন্ন জায়গায় যীশুর জন্ম থেকে বড় হওয়া এবং ক্রুশ বিদ্ধ করার বিভিন মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। ফুল, মালা এবং লাইট দিয়ে সাজানো হয়েছে গীর্জাকে। অন্যান্য ধর্মের লোকেরাও এদিন গীর্জায় গীর্জায় ভিড় জমান। সারাদিন ধরে চলবে নানা ধরনের অনুষ্ঠান। প্রার্থনা শেষে সকলকে কেক খাওয়ানো হয় এখানে।
মুর্শিদাবাদে সারম্বরে গীর্জায় গীর্জায় প্রার্থনা
মঙ্গলবার,২৫/১২/২০১৮
1186
বাংলা এক্সপ্রেস---