বাইক দুর্ঘটনায় মৃত্যু এক, আহত এক


বুধবার,২৬/১২/২০১৮
511

বাংলা এক্সপ্রেস---

রঘুনাথগঞ্জঃ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির, আহত আরও একজন। বুধবার দুপুরে রঘুনাথগঞ্জ থানার বংশবাটি মোড় এলাকায় ৩৪নং জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। মৃত বাইক আরোহীর নাম নিশান সেখ(৫৮)। আহত বাইক চালক রিয়াজুল শেখ জানিয়েছে যে বুধবার দুপুরে তারা রঘুনাথগঞ্জ এসেছিল বাইকে নতুন নম্বর প্লেট লাগাতে। নম্বর প্লেট লাগিয়ে সুতি থানার চন্দ্রপাড়া নিজের বাড়ির দিকে ফিরছিলেন আহত রিয়াজুল ও মৃত নিশান শেখ।

রঘুনাথগঞ্জের বংশবাটি মোড় ৩৪নং জাতীয় সড়কের উপর আসতেই পিছন থেকে একটি দ্রুতগামী বাইক তাদেরকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়ে নিশান শেখ ও রিয়াজুল শেখ নামে দুই বাইক আরোহী। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মারা যায় নিশান শেখ। উল্লেখ্য রিয়াজুল মাথায় হেলমেট দিয়ে বাইক চালালেও পিছনে বসে থাকা নিশানের কোন হেলমেট ছিল না। আহত রিয়াজুলকে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রঘুনাথগঞ্জ থানার পুলিস এসে দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গীপুর মর্গে পাঠিয়েছে। যদিও ঘাতক বাইক এবং বাইক চালক পলাতক বলে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট