পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার টাউনের খেজুরবনিতেবাস-লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন৮ জন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। তাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, খড়্গপুর থেকে বর্ধমান যাচ্ছিল ওই বাসটি। একটি গাড়িকে পাশ কাটাতে গিয়েই ঘন কুয়াশার কারণে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক।
আহতদের দেখতে বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি,যুব সভাপতি রমা গিরিরা।এবার আহত ও নিহত ব্যাক্তিদের পরিজনদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। চন্দ্রকোণায় বাস দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন খোদ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবারকে ২লক্ষ করে টাকা ও আহতদের ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।