খড়গপুর পৌরসভার উদ্যোগে আজ খড়গপুরবাসীর সেবায় তিনটি প্রকল্পের উদ্বোধন হলো


শুক্রবার,২৮/১২/২০১৮
373

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: খড়গপুর পৌরসভার উদ্যোগে আজ খড়গপুরবাসীর সেবায় আজকে তিনটি প্রকল্পের উদ্বোধন হলো। মোবাইল বায়োটয়লেট, খড়গপুর স্টেট জেনারেল হাসপাতালে পানীয় জলের এ টি এম, পৌরসভার ভবনে লিফট পরিসেবা। এছাড়াও খড়গপুর শহরের প্রবেশ পথে বিশ্ববাংলা স্মারক স্থাপনা হলো আজ। সংগে খড়গপুর শহরের মহিলা পরিচালিত ১৪ টি দূর্গা পূজা কমিটিকে পুরষ্কার বিতরণ করা হয়।

একটি ভাঙ্গা অচল অ্যাম্বুলেন্সকে সারিয়ে তোলে বায়োটয়লেট বানানো হয়েছে যা আজকে বিভিন্ন অনুষ্ঠানে কমখরচে ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিবন্ধীদের এবং বয়স্কদের জন্য পৌরসভায় লিফট এর ব্যাবস্থা যা জেলার মধ্যে প্রথম পৌরসভার মধ্যে স্থাপিত হলো। উন্নয়ন এর আর এক মুখ খড়গপুর এর দুই সরকার পৌরপ্রধান প্রদীপ সরকার এবং মহকুমা শাসক সুদীপ সরকার। আজ উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পি মোহন গান্ধী, পুলিশ সুপার আলোক রাজোরিয়া, প্রাক্তন চেয়ারম্যান জহর পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট