সুতিঃ সুতির ইট ভাটায় দেওয়াল চাপা পড়ে মৃত এক আহত আরও তিনজন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সুতি থানার রমাকান্তপুর ইটভাটায়। এদিন সকালে শ্রমিকরা ভাটা থেকে ইট বার করার সময় কয়েকজন শ্রমিক ইটের দেওয়াল চাপা পড়ে যায়। অন্যান্য শ্রমিকেরা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে মৃত্যু হয় একজনের। মৃত শ্রমিকের নাম চন্দন সিংহ(৩৮)। আহত আরও তিন জনকে গুরুত্বর আহত অবস্থায় জঙ্গীপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
ইট ভাটায় দেওয়াল চাপা পড়ে মৃত এক, আহত তিন
শনিবার,২৯/১২/২০১৮
675
বাংলা এক্সপ্রেস---