চলে গেলেন বিশিষ্ট চিত্রপরিচালক মৃণাল সেন


রবিবার,৩০/১২/২০১৮
804

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: চলে গেলেন বিশিষ্ট চিত্রপরিচালক মৃণাল সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। আজ সকাল সাড়ে দশটা নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃণাল সেনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর শোক বার্তায় প্রয়াত পরিচালকের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব গভীর শোকপ্রকাশ করেছেন মৃণাল সেনের প্রয়াণে।

এদিন এই বিখ্যাত পরিচালকের মৃত্যুর খবর পাওয়ার পরপরই তাঁর বাড়িতে ছুটে যান শিল্প-সংস্কৃতি-চলচ্চিত্র জগতের শিল্পীরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃণাল সেনের মরদেহ রাখা হবে পিস ওয়ার্ল্ডে। ছেলে কুনাল সেন চিকাগো রয়েছেন। তিনি ২ জানুয়ারী ফেরার পর বাড়ির লোকের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ শ্রদ্ধার জন্য এই বিখ্যাত পরিচালকের মৃতদেহ কোথাও শায়িত রাখা হবে না বলেই পরিবার সূত্রের খবর। মৃণাল সেনের শেষ ইচ্ছেতেই এই সিদ্ধান্ত বলে পরিবার সূত্রে জানাগিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট