আবার ধর্ষণ এর শিকার নাবালিকা ছাত্রী


মঙ্গলবার,০১/০১/২০১৯
488

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: আবার ধর্ষণ এর শিকার নাবালিকা ছাত্রী। চন্দ্রকোনারোডের বোরোজাম গ্রামে ষষ্ঠ শ্রেণীর এর ছাত্রীকে এলাকার দুই নাবালক জোর করে ধর্ষণ করে বলে চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার দাদু। এই ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। আসামী নাবালক তাই তাদের আজকে মেদিনীপুর কোর্টে পস্কো ধারায় মামলা শুরু হবে।

সমাজ যত উন্নত হচ্ছে, মানুষের মন তত কি উন্নয়ন এর দিকে এগিয়ে যাচ্ছে? নাঃ মানুষের অন্তরের পাশবিক প্রবৃত্তির বৃদ্ধি পাচ্ছে তামাক বলার সময় এসেছে এখন। যেখানে মানুষ তরঙ্গের মাধ্যমে উপর ওয়ালার সাথে কথা বলতে পারে (শরীরে না দেখে ও) , যেখানে বিশ্ব হাতের মুঠোয়, সেখানে মানুষের মনের শয়তানকে ধ্বংস না করে আমারা ধর্ষণ নামক জিঘাংসার শিকার হতে হয়। বাদ যায় না শুন্য থেকে বৃদ্ধা কেউই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট