পশ্চিম মেদিনীপুর: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।তারপরেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর পালা।নতুন বছরকে স্বাগত জানাতে তৈরী শহর কলকাতাও।কিন্তু রাজ্যবাসীর খুশীর মধ্যেও নিরাপত্তা আঁটোসাটো করেছে পুলিশ প্রশাসনও।পশ্চিম মেদিনীপুর জেলার খরগোপুর স্টেশনে আগামীকাল ১লা জানুয়ারি নিরপত্তার কথা মাথায় রেখে। দুষ্কৃতীরা ট্রেনে কোন নাশকতার ঘটনা ঘটাতে না পারে। এ কারণে জি আর পি ও রেল পুলিশের যৌথ উদ্যোগে ডগ স্কোয়াড দিয়ে ট্রেন স্পেশালভাবে চেকিং চলছে। উপস্থিত ছিলেন এস আর পি এসপি বলেন দু’দিন পিকনিকের জন্য প্রচুর ট্রেন যাত্রী যাতায়াত করেন। যাত্রীদের সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। তাই আজ চেকিং চলছে। আগামী দিন বিভিন্ন স্টেশনে চেকিং চলবে।
বছর শেষের দিনেই আঁটোসাটো নিরাপত্তা, ডগ স্কোয়াড দিয়ে ট্রেন স্পেশালভাবে চেকিং
মঙ্গলবার,০১/০১/২০১৯
729

বাংলা এক্সপ্রেস---