৮ ও ৯ জানুয়ারি ধর্মঘটে রাস্তায় না বেরোতে প্রচ্ছন্ন হুমকি বিমান বসুর


মঙ্গলবার,০১/০১/২০১৯
833

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: আগামী ৮ ও ৯ জানুয়ারি বামপন্থীদের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘট এরাজ্যে সফল করতে বামেরা রাস্তায় থাকবে বলে জানিয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে ১৭ বাম দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক সম্মেলনে বলেন, ওই দু’দিন যানবাহন বন্ধ রাখতে বলছি। ঝঞ্ঝাটে না জড়িয়ে সাধারণ মানুষকে রাস্তায় না নামার আবেদন করছি।

যে সব দাবির ভিত্তিতে এবারের সাধারণ ধর্মঘট তার সমর্থনে তৃণমূলেরও রাস্তায় নামা উচিত বলে মন্তব্য করেন বিমানবাবু। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এইসব ইস্যুতেই সংসদের ভিতরে তৃণমূল সোচ্চার হতে পারে তাহলে ধর্মঘটের সমর্থনে রাস্তায় কেন থাকবে না। সাধারণ ধর্মঘটের দিন আগে ঘোষনা হলেও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কেন ওই দিনেই রাখা হল তা নিয়ে সরব হন ফ্রন্ট চেয়ারম্যান। ছাত্রছাত্রীদের বিপদে ফেলতেই এই সূচি রাখা হয়েছে বলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট