পশ্চিম মেদিনীপুর : বর্ষবরণের রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে মেদিনীপুর শহরের জজকোর্ট লাগোয়া একটি বাড়িতে দুঃসাহসিক চুরি চালাল দুষ্কৃতীরা। খোয়া গিয়েছে নগদ প্রায় ১৫ হাজার টাকা সাথে ১৮ ভরি সোনার গয়না। গৃহকর্তা দেবব্রত দাস মেদিনীপুর জেলা আদালতে কর্মরত। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দেবব্রত বাবু সহ বাড়ির সদস্যরা বাইরে গিয়েছিলেন। সে সময়ই ঘর সাফ করে দিয়ে গেছে দুষ্কৃতীরা। বুধবার সকালে মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন দেবাব্রতা দাস। ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।
বর্ষবরণের দিনে চুরির ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরি মেদিনীপুর শহরে
বুধবার,০২/০১/২০১৯
504
বাংলা এক্সপ্রেস---