ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল লড়ির খালাসীর


শুক্রবার,০৪/০১/২০১৯
368

বাংলা এক্সপ্রেস---

ঘন কুয়াশা থাকায় চলন্ত অবস্থায় লড়ির সামনের কাঁচ মুছতে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল লড়ির খালাসীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যাক্তির নাম সুখেন লোহার, তার বাড়ি আলিপুরদুয়ার জেলার কালচিনি থানার হেমিল্টনগঞ্জে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনার তদন্তও শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশার কারনে লড়িচালকদের সামনের রাস্তার দৃশ্যমানতা মাঝে মাঝেই হারিয়ে যাচ্ছিল। আর সেকারনেই লড়ির খালাসীরা কিছুক্ষন পর পর চালকের সামনের অংশের কাঁচ মুছে দিতে হয়। পাঞ্জিপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে একটি পাথর বোঝাই লড়ির খালাসী ধীর গতিতে হলেও চলন্ত অবস্থায় কাঁচ মোছার কাজ করছিলেন। ঘন কুয়াশা থাকায় চালকও সামনের অংশ দেখতে পায়নি। সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারের সাথে ধাক্কা মারে লড়িটি। পিষ্ট হয়ে যান কাজ করতে থাকা লড়ির খালাসী সুখেন লোহার। স্থানীয় মানুষজন তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এই দুর্ঘটনার কারনে বেশ কিছুক্ষন ৩১ নম্বর জাতীয় সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে পরলে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট