অস্ট্রেলিয়ার মাটিতে চালকের আসনে ভারতীয় দল, অজি বধের লক্ষ্যে অবিচল


শুক্রবার,০৪/০১/২০১৯
630

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া সেঞ্চুরী ভারতীয় দলের। সমালোচকদের এদিন যোগ্য জবাব দিলেন চেতেস্বর পুজারা। এদিন পুজারার চওড়া ব্যাটে ভর করে পাহাড় সমান রানে পৌঁছে যায় ভারতীয় দল। আবার স্বভাবসিদ্ধ মেজাজে দেখা যায় টেস্ট ক্রিকেটের যাদুকর চেত্বস্বর পুজারাকে। বিদেশের মাটিতে তাঁর এই সাফল্য উচ্ছসিত টিম ইন্ডিয়া। এই ভারতকে যে থামানো শুধু কঠিন নয় অসম্ভব তা শেষ টেস্টের দ্বিতীয় দিনে্ই বুঝিয়ে দিলেন ভারতের ব্যাটসম্যানরা। যখন সবাই স্বপ্ন দেখতে শুরু করেছেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক ভারতীয় ডবল সেঞ্চুরির তখনই ১৯৩ রান করে নাথান লিয়ঁর বলে তাঁকেই ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরে গেলেন চেতেশ্বর পূজারা। আজকের এই ইনিংস ভারতীয় ক্রিকেটে তাঁর জীবনে অন্যতম সেরা ইনিংস বলে মনে করছে ক্রিকেট মহল। সিডনি টেস্টে প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ওপেনিং জুটি প্যাভিলনে ফেরার পর চেত্বস্বর পুজারার ইনিংস ভারতকে বড় রানের দোরগোড়ায় পৌঁছে দেয় । অন্যদিকে ঋশভ পান্থের যোগ্য সহযোগীতা আরো একবার প্রমানিত করল যে ভারতকে আটকানো কঠিন নয় অসম্ভব। এদিন ১৫৯ রান করে অপরাজিত থাকেন ভারতীয় দল । দিনের শেষে চালকের আসনে ভারতীয় দল।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট