বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক দলের মধ্যেই


রবিবার,০৬/০১/২০১৯
551

বাংলা এক্সপ্রেস---

দিলীপ ঘোষের মুখে মমতার প্রশংসা নিয়ে রীতিমতো ঝড় রাজ্য বিজেপিতে। শনিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানান। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের শারিরীক সুস্থতা কামনা করেন। এতপর্যন্ত সবি ঠিকঠাক ছিল। হঠাৎ করেই যেন দিলীপ ঘোষ একেবারে স্রোতের বিপরীতে গিয়ে মন্তব্য করলেন। তিনি বলেন, মমতাই বাঙালিদের মধ্যে প্রধানমন্ত্রীর হওয়ার দৌড়ে এগিয়ে। অতীতে এক সময়ে জ্যোতি বসুর নাম ছিল। ওনার পার্টি অবশ্য ওনাকে টেনে ধরেছে।

তাই আমি চাইবো একজন বাঙালি প্রধানমন্ত্রী হোক। আর তাতে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামই আছে। দিলীপ ঘোষের মুখে এই কথা শোনান পর বিজেপির নিচু তলার কর্মীরা চটে লাল। তারা প্রশ্ন করছেন, এই সময়ে কেন এমন মন্তব্য ? না এর পিছনে অন্য কোন রাজনৈতিক অঙ্ক। সাধারন পার্টি কর্মীরা পার্টি গনিতের সেই অঙ্ক বুঝতে নারাজ। তারা দিলীপ ঘোষের এমন মন্তব্য মোটেও মানতে পারছেন না।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট