কোলকাতা:রবিবার কোলকাতা পুর সভার ৮২ নং ওয়ার্ডের উপ নির্বাচন।আর এই উপ নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে জোর চর্চা।কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র ফিরহাদ হাকিম(ববি)।বিধায়ক বা মন্ত্রী নির্বাচিত হওয়ার আগে তিনি ৮২ নং আসন থেকেই কাইন্সিলার হিসাবে লড়াই করতেন।স্বাভাবিক কারণে তাই ওয়ার্ডটি হাতের তালুর মতো চেনা তাঁর।তবে ২০১৯ শের জানুয়ারি মাসের প্রথম রবিবাসরীয় দিনে ফিরহাদ গড়তে যাচ্ছেন বিরল এক কৃর্তি।সেটি হল প্রথম কোন মেয়র হিসাবে তিনি কাউন্সিলার নির্বাচনে লড়াই করছেন।উল্লেখ কাউন্সিলর না হয়েও তিনি আগেই মেয়র পদের দায়িত্বভার গ্রহণ করেন।অবশ্য এর জন্য পুর আইনে সংশোধন আনতে বিধান সভায় বিল পাশ করাতে হয়।
মেয়র হিসাবে যে রেকর্ডটি করতে যাচ্ছে ফিরহাদ
রবিবার,০৬/০১/২০১৯
379
সাদ্দাম হোসেন মিদ্দে,---