ঢাকা:বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে অধিনায়ক মাশরাফি মোর্তাজা কে বলা হয় সেদেশের সর্বকালের সেরা দলপতি।হাঁটুতে ৮ টি অস্ত্রপাচার নিয়েও শুধু অদম্য মনের জোর আর দেশ মাতৃকার প্রতি অগাধ শ্রদ্ধার কারণে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন।তাঁরইঅধিনায়কত্বে ওয়ানডে রেঙ্কিংয়ে বাংলাদেশ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও উইন্ডিজ কে পিছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছে।এবার ম্যাশরাফি অন্য এক কৃর্তি গড়তে চলেছে।বিশ্বের প্রথম পার্লামেন্ট্রিয়ান তিনি,যিনি বিশ্বকাপ খেলবেন।শুধু খেলবেন তাই নয়,অধিনায়কত্বও করবেন।আগামি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ হতে যাচ্ছে ইংল্যান্ডে।আর তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ম্যাশ।বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার জন্য পৌঁছে গেছেন ডাকায়।
গ্রহের একমাত্র ব্যাক্তি হিসাবে বিরল রেকর্ড গড়তে চলেছেন মাশরাফি
রবিবার,০৬/০১/২০১৯
614
সাদ্দাম হোসেন মিদ্দে---