ভাঙড় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বিতর্কে জড়ালেন আরাবুল-কাইজার


সোমবার,০৭/০১/২০১৯
927

সাদ্দাম হোসেন মিদ্দে---

ভাঙড়:ফের শিরোনামে ভাঙড় কলেজ।কলেজে প্রকাশ্য মঞ্চে বিতর্কে জড়ালেন আরাবুল-কাইজার।কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বিতর্কের সূত্রপাত করেন ভাঙড় ১এ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পরিচালন সমিতির সদস্য কাইজার আহমেদ।পরে সাংবাদিকদের কাছে কাইজারের বিরুদ্ধে পাল্ঠা বিষোদগার করেন আরাবুল।

কলেজে দুদিনের বার্ষিক অনুষ্ঠান শুরু হয়েছে সোমবার।সেখানে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সভাপতি তথা মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা।তাঁর উপস্থিতিতেই বিতর্কে জড়ান পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এবং বর্তমান পরিচালন সমিতির সদ্স্য কাইজার আহমেদ।প্রথমে বক্তব্য দিতে গিয়ে আরাবুল কলেজের উন্নয়ন ও ঐতিহ্যের কথা তুলে ধরেন।বলেন,ভাঙড় কলেজ পশ্চিম বাংলায় একটা বৃহত্তর জায়গায় পৌঁছাবে অদূর ভবিষ্যতে।সেখানে কাইজার বক্তব্য দিতে গিয়ে আরাবুলের উন্নয়ণের তত্ত্বকে কার্যত খন্ডন করে বলেন,কলেজের ভালো দিক খারাপ দিক দুটই রয়েছে।এমন কিছু গর্ব করার মতো নেই,এমন কিছু করিশমাও নেই।আমাদের কেই উন্নয়ণের দ্বায়িত্ব নিতে হবে।

কাইজারের মন্তব্য নিয়ে জিঞ্জাসা করা হলে আরাবুল নাম না করে বলেন ,যে বলছে উন্নয়ণ হয়নি তার পরিচালন সমিতিতিতে থাকার কোন অধিকার নেই।কাইজার আহমেদের যোগ্যতা নিয়েও পরক্ষে প্রশ্ন তোলেন তিনি।উন্নয়ণ যে হয়েছে তার কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরে আরাবুল বলেন,তৃণমূল কংগ্রেস সরকারের সময় তথা আমার দ্বায়িত্ব কালে ভাঙড় কলেজের অভূতপূর্ব উন্নতি হয়েছে।আধুনিক লাইব্রেরি,পরিস্রুত পানীয় জলের ব্যাবস্থা,গার্ডেন,শীততাপ নিয়ন্ত্রীত অডিটোরিয়াম ও খেলার মাঠে গ্যালারি অতিরিক্ত বিল্ডিংস তৈরি হয়েছে।

আরাবুল আরও বলেন,আমি সভাপতি থাকাকালিন ৫ কোটি টাকা এনেছিলাম,যারা এখন রয়েছে তারা ৫ পয়সাও আনতে পারেনি।তিনি চ্যালেঞ্জ জানিয়ে কাইজারের উদ্দেশ্যে বলেন কিকি উন্নয়ণ হয়নি তাপ্রমাণ করতে হবে।অপর দিকে কাইজার আরাবুলের কথার প্রতিক্রিয়ায় বলেন,আমি কোন বিরুপ মন্তব্য করেনি।ছেলেমেয়েরাই কলেজের গৌরব ফিরিয়ে আনতে পারে,একথাই বলেছি।মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা নবীনবরণ অনুষ্ঠানে মেয়েদের শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন।তিনি বলেন,ছেলেরা শিক্ষিত হলে কেবল একজন শিক্ষিত হয়।অন্যদিকে একটা মেয়ে শিক্ষিত হলে দুটো পরিবার শিক্ষিত হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট