সরকারী ভাবে ধান কেনা শুরু


সোমবার,০৭/০১/২০১৯
423

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: নিজে ধান দিন, নিজে চেক নিন। কারো কাছে ঠকবেন না, কৃষকদের সাথে সরকার, এই প্রকল্পে মেদিনীপুর সদর ব্লকের মনিদহ অঞ্চল সমবায় সমিতিতে শুরু আজ থেকে শুরু হল ধান কেনা। বেনফেড এর সহায়তায় সরকারী নির্ধারিত মূল্যে চাষীদের নিজ হাতে চেকের মাধ্যমে ধান কেনা হয়। এই ক্যাম্পে ৪৫ জন চাষীর কাছ থেকে ৭৫০ কুন্ট‍্যাইল ধান কেনা হয়েছে। ধান কেনার শিবিরে বেনফেড এর আধিকারিক শরিফ মল্লিক মহাশয়, আলিয়া রাইস মিলের ডিরেক্টর – আশাদুল মল্লিক ,মনিদহ অঞ্চল সমবায় সমিতির সম্পাদক -অঞ্জন কুমার বেরা এবং এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট