রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের আইন অমান্য আন্দোলন


মঙ্গলবার,০৮/০১/২০১৯
688

বাংলা এক্সপ্রেস---

রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে, গতকাল বারাসাত কাছারি ময়দানের পাশে প্রদেশ কংগ্রেসের ডাকে আইন অমান্য আন্দোলন হয়। আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা আব্দুল মান্নান, সিপিএম থেকে সদ্য কংগ্রেসে যোগদান করা আব্দুস সাত্তার, দীপা দাশমুন্সী, আইনজীবী রিজুঘোষাল, শুভঙ্কর সরকার প্রমুখ।

সোমেন মিত্র জানান, রাজ্য সরকারের বিরুদ্ধে ও বর্তমান কেন্দ্রীয় সরকারের একের পর এক জনবিরোধী নীতির প্রতিবাদে আমাদের আইন অমান্য আন্দোলন। যতদিন পর্যন্ত দেশে শাসনের নামে অরাজগতা চলবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আঘাত আসবে;  ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলবে।

কেন্দ্রীয় সরকার একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করছে বলে তিনি অভিযোগ করেন, উদাহরণ স্বরূপ তিনি সিবিআই ও আরবিআইএর কথা বলেন। অন্নান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিজুঘোষাল, আব্দুল মান্নান, শুভঙ্কর সরকার প্রমুখ।বক্তব্য শেষ হওয়ার পর দীপা দাশমুন্সীর নেতৃত্বে মিছিল যখন ডিএম অফিসের দিকে এগোয় তখন পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট