চলুন অন্য রুটে ; এই উইকেন্ডে ঘুরে আসতে পারেন বকখালি


মঙ্গলবার,০৮/০১/২০১৯
5668

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ শহর জুড়ে শীতের মেজাজ, ছুটির আমেজ নিতে বেরিয়ে পরুন নতুন রুটে। স্বাভাবিক ভাবে শীতের পারদ কিছুটা কমেছে। এমন মরসুমে বেরিয়ে আসতে পারেন বকখালি থেকে। শান্ত স্নিগ্ধ পরিবেশে চারিপাশে বকখালির সমু্দ্রর চরিত্রটাই আসলে একটু অন্যরকম। সারাদিন ঢেউয়ের গর্জন পাবেন না। কারণ ভাটার সময়ে সৈকত থেকে অনেকটা দূরে সরে যায় বকখালির সমুদ্র। কিন্তু সেটারও অন্যরকম সৌন্দর্য রয়েছে। মনোরম পরিবেশে শহর ছেড়ে একটু দূরে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা এটি। প্রাকৃতিক সোন্দর্‍্যে , সাথে হিমেল হাওয়া মুগ্ধ করবে আপনাকে।

পরন্ত বিকালে শীতের রোদ গায়ে মেখে ঘড়ির কাঁটা কিভাবে বয়ে যাবে জানতেই পারবেন না আপনি। সবুজ শ্যামল প্রকৃতির শোভা আপনাকে মোহিত করে তুলবে মুহুর্তের মধ্যে। উইকেন্ডে শহর ছেড়ে একটু অন্য মুডে সময় কাটানোর জন্য ঘুরে আসতে পারেন বকখালি। কলকাতা থেকে ১৩০ কিমি দূরে পাশাপাশি দুই সমুদ্রসৈকত বকখালি ও ফ্রেজারগঞ্জ। বাসস্ট্যান্ড থেকে হাঁটা দূরত্বে ঝাউবীথিকার সবুজ পেরিয়ে সমুদ্রসৈকত। সমুদ্রে জাল ফেলে বাগদা চিংড়ির মীন ধরে জেলেরা। সমুদ্রের ধারে রয়েছে ব্যাক্তিগত উদ্যোগে তৈরি পর পর বসার জায়গা। নীল সমুদ্রে অপরূপ সূর্যোদয়-সূর্যাস্ত আর জ্যোৎস্না রাত। এমন মরসুমে বেরিয়ে আসতে পারেন বকখালি থেকে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট