মোষচোর ধরতে আসা পুলিশকে স্কুলের মধ্যে তালা বন্ধ করে রাখল গ্রামবাসীরা


বুধবার,০৯/০১/২০১৯
432

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: মোষচুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল চোর। পুলিশ খবর পেয়ে ঘটনাস্হলে পৌঁছৈলে পুলিশের উপর খোভে ফেটে পড়ে এলাকার মানুষ। উত্তেজিত জনতা পুলিশকে স্কুলে তালা বন্ধ করে রাখে । ঘটনাটি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অন্তর্গত কুলটিকরী অঞ্চলের বেনাগেরিয়া গ্রামে। কারন গত কয়েকদিন ধরে ঐ এলাকার গ্রাম বাসীদের একের পর এক মহিষ চুরী হয়ে যাচ্ছিল। গত কয়েক দিনে বেশ কিছু মহিষ চুরি হয়ে যায় গ্রামবাসীদের। চুরির বিষয় নিয়ে সাঁকরাইল থানায় অভিযোগ ও জানাতে যায় গ্রামবাসীরা। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ থানা এই বিষয় নিয়ে কোন অভিযোগ নেয়নি।

যার ফলে পুলিশের প্রতি এমনিতেই ক্ষোভ ছিল গ্রামবাসীদের। আজ বুধবার যখন আবার মহিষ চুরি করার জন্য পিকভ্যান নিয়ে গ্রামের কাছাকাছি পৌঁছায় মহিষ চুরি করতে আসা চোরের দল তখনই চোরকে ধরার নজর রাখা গ্রামবাসী দের হাতে ধরা পড়ে ঐ চোরের দল এবং গ্রাম বাসীরা চোরের দলকে উত্তম মধ্যম দিতে থাকে। তখনই খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্হলে পৌঁছায় এবং তখনই পুলিশকে দেখে বিক্ষোভ দেখাতে থাকে এবং তারপরই পুলিশকে স্কুলের মধ্যে ঢুকিয়ে তালা বন্ধ করে দেয় গ্রামবাসীরা এবং ঐ থানার ওসি ঘটনাস্হলে পৌঁছালে তাকে দেখে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট