পশ্চিম মেদিনীপুরে ছাত্র-যুব উৎসব


বৃহস্পতিবার,১০/০১/২০১৯
417

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায়, পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর আয়োজিত ও গড়বেতা ২ নং ব্লক ছাত্র – যুব উৎসব কমিটি পরিচালিত ছাত্র-যুব উৎসব ২০১৮-১৯ এর সুচনা হলো আজ। গড়বেতা ২ নং ব্লকের অন্তর্গত ধামচা, ছাগুলিয়া সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ে আজ প্রদীপ প্রজ্জ্বলন ও ছৌনৃত্যের মাধ্যমে উৎসবের সুচনা করেন উৎসব সভাপতি মঞ্জু দুলে। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো, গড়বেতা ২ নং এর বিডিও স্বপন কুমার দেব সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকাবৃন্দরা।

আজ প্রথম দিনে ২০ টি বিভাগে বিদ্যালয়ের প্রায় ২১৮ জন ছাত্রছাত্রীরা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। বিধায়ক শ্রীকান্ত মাহাতো ও বিডিও স্বপন কুমার দেব এই উৎসবের তাৎপর্য ব্যখ্যা করেন। বিডিও সাহেব বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় বিভিন্ন ব্লকে ব্লকে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগীতার প্রথম স্থানাধিকারীগন জেলা স্তরে অংশ গ্রহণ করবেন। বিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক বিপ্লব মাহাতো বলেন, এই উৎসব তথা প্রতিযোগীতা আমাদের স্কুলে হওয়ায় আমরা খুশি এবং গড়বেতা ২ নং ব্লক তথা পঞ্চায়েত সমিতিকে ধন্যবাদ জানাই। এই উৎসব আগামী কালও চলবে বলে জানা গেছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট