টেস্ট সিরিজ ও একদিনের সিরিজ জেতার পর আজ একমাত্র টি ২০ ম্যাচ জেতার লক্ষে নিউজিল্যান্ড অকল্যান্ডের ইডেন পার্কে নামছেন। শ্রীলঙ্কার একটাই সাফল্য ছিল এই সিরিজে সেটি হল অনিবার্য হার থেকে প্রথম টেস্ট ড্র করা। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচ নিউজিল্যান্ড জিতে নেয়। ওয়ানডে সিরিজ ও নিউজিল্যান্ড জিতে নেয় ৩-০ তে। একদিনের সিরিজে শ্রীলঙ্কার একমাত্র সফলতা ছিল থিসারা পেরেরার দুরন্ত ব্যাটিং। আজ শ্রীলঙ্কা মাঠে নামছে একমাত্র টি ২০ ম্যাচ জিতে দেশে ফিরতে। শ্রীলঙ্কার কাছে একমাত্র আশা যে নিউজিল্যান্ড দশটা টি ২০ ম্যাচে ৯ টি তেই হেরেছে। এছাড়া নিউজিল্যান্ডের অলরাউন্ডার নিশামের চোটের কারণে এই ম্যাচে খেলতে না পারাটা শ্রীলঙ্কার কাছে একটি সুযোগ।
ইডেন পার্কে আজ একমাত্র টি ২০ তে মুখোমুখি নিউজিল্যান্ড শ্রীলঙ্কা
শুক্রবার,১১/০১/২০১৯
657
বাংলা এক্সপ্রেস---