রক্তার্পণ শিবির আয়োজন করলো নরেন্দ্রপুর থানার পুলিশ


শুক্রবার,১১/০১/২০১৯
440

বাংলা এক্সপ্রেস---

সোনারপুর:রক্তার্পণে এগিয়ে এলো দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানা।সম্প্রতি সোনারপুর থানা ভেঙে তৈরি হয় নরেন্দ্রপুর থানা।ইতি মধ্যে অসামাজিক কাজ ও অপরাধ দমন এবং পরিষেবা প্রদানে সাফল্য দেখাতে সক্ষম হয়েছে নতুন থানাটি।এবারে তারা এগিয়ে এসেছে সামাজিক কর্মকান্ডেও।শুক্রবার থানার উদ্দোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।সেখানে পুলিশকর্মীরা প্রায় ৫০ ইউনিট রক্তার্পণ করেন।পুরুষকর্মীদের পাশাপাশি মহিলাকর্মীরাও সমানে এগিয়ে আসেন এই মহৎ কাজে।এছাড়া এলাকার কিছু সাধারণ ব্যাক্তি পুলিশকর্মীদের সঙ্গে রক্তার্পণ করেন।রক্তার্পণকারিদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয় থানার পক্ষ থেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট