সাধারণ মানুষের জন্য খুলে গেল চন্দ্রকেতুগড় সংগ্রহশালা


শুক্রবার,১১/০১/২০১৯
955

বাংলা এক্সপ্রেস---

বারাসাত:বহুদিনের প্রত্যাশার অবসান হল দেগঙ্গাবাসীর।শুক্রবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল ইতিহাস প্রসিদ্ধ বেড়াচাঁপার চন্দ্রকেতুগড় সংগ্রহশালা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বারাসাতের কাছারি ময়দান থেকে রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে
এর শুভ উদ্ভোধন করেন।চন্দ্রকেতুগড় সংগ্রহশালা
সাধারণ পর্যটকদের জন্য ইতিহাস সমৃদ্ধ প্রত্নতত্ত্ব
তুলে ধরবে।রাজ্য সরকারের সংস্কৃতি দপ্তর কয়েক বছর আগে এই প্রকল্পের কাজ হাতে নেয়।সাধারণ মানুষ এখান থেকে নানা তথ্য জানতে পারবে।দর্শন করতে পারবে ব্রিটিশ আমলের নানা প্রত্নতাত্মীক নিদর্শন।সংগ্রহশালাটি খুলে দেওয়াতে এলাকার মানুষ অত্যন্ত খুশি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট