নিজস্ব প্রতিবেদন ঃ আবার দুরন্ত প্রত্যাবর্তন সনির। নতুন কোচ আসার পর আবার ছন্দে দেখা যাচ্ছে সবুজ মেরুন দলকে। এবার ঘরের মাঠে মধুর প্রতিশোধ নিলেন খালিদের ছেলেরা। ৭৭ মিনিটের মাথায় সনি ম্যাজিক। মাঝমাঠে বল পেয়ে দু’জন ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে গোলকিপার ললিত থাপার বাঁদিক দিয়ে সেকেন্ড পোস্টে অসাধারণ ফিনিশ করেন সনি। ১–০ গোলে এগিয়ে যায় বাগান। এদিন নেরোকা বধ করল মোহনবাগান। এই জয়ের ফলে আই লিগে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট হল মোহনবাগানের। এই জয় পরবর্তী ম্যাচ গুলিতে বাড়তি অক্সিজেন দেবে মোহনবাগান দলকে তা বলার অপেক্ষা রাখে না। সনিকে এদিন দুরন্ত ছন্দে দেখা যায়। ম্যাচের শেষ মুহুর্তে এসে গোল ম্যাচের পরিবেশ বদলে দিল। সব মিলিয়ে আবার ছন্দে ফিরল সবুজ মেরুন শিবির ।
ঘরের মাঠে জয় মোহনবাগানের
শনিবার,১২/০১/২০১৯
495
বাংলা এক্সপ্রেস---