স্বামীজির জন্মদিনে কংগ্রেসের সম্প্রীতি যাত্রা


শনিবার,১২/০১/২০১৯
658

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: মানুষে মানুষে ঐক্য গড়ে তোলার লক্ষ্যে স্বামী বিবেকানন্দের জন্ম দিনে সম্প্রীতি যাত্রা কর্মসূচি পালন করল প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেল। শনিবার শ্রদ্ধানন্দ পার্ক থেকে মিছিল শুরু হয়ে বিবেকানন্দের বাড়ির সামনে গিয়ে শেষ হয়। সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা বিধায়ক মিলটন রসিদ বলেন, বিবেকানন্দ কোন নির্দিষ্ট ধর্মের নন, গোটা দেশবাসীর।

সেই বার্তা দিতেই সংখ্যালঘু সেলের আজকের এই কর্মসূচি। এই কর্মসূচিতে যোগ দিয়ে নাম না করে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি প্রদেশ কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়। এদিনের এই সম্প্রীতি যাত্রায় ভীড় ছিল যথেষ্টই। কংগ্রেসের ছাত্র যুব মহিলা – সব শাখার উপস্থিতিই নজর কাড়ে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট