নিজস্ব প্রতিবেদন ঃ হার্দিক পান্ডিয়ার বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এই মুহুর্তে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও শোয়ের সেই ক্লিপটি। একটি গন মাধ্যমে কিভাবে এত খোলামেলা কথা বলতে পারলেন হার্দিক তা নিয়ে উঠছে প্রশ্ন নানা মহলে। এক সাক্ষাৎকারে হরভজন সিং বলেন, ‘‘আমার স্ত্রী ও কন্যা যদি আমার সঙ্গে ট্র্যাভেল করে তা হলে টিম বাসে এই দু’জন থাকলে আমি সেখানে উঠব না। ওরা কী ভাববে? ওরা মেয়েদের একটি মাত্র দিক থেকে দেখে যেটা সঠিক নয়।আশা করি ওরা বুঝতে পেরেছে বিষয়টি কতটা সংবেনশীল ছিল।” স্বাভাবিক ভাবে ঐ মন্তব্যের জেরে শাস্তি পেতে হয়েছে তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে। হরভজন আরও বলেন, ‘‘আমি বন্ধুদের সঙ্গেও এই সব নিয়ে আলোচনা করি না আর ওরা সেটা গন মাধ্যমে বলে দিল।
ভারতীয় দলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।” ; কে এই মন্তব্য করলেন জানতে হলে প্রতিবেদনটি পড়ুন
রবিবার,১৩/০১/২০১৯
644
বাংলা এক্সপ্রেস---