মোনালিসা বিখ্যাত তাঁর হেঁয়ালি হাসি এবং একদৃষ্টিতে তাকিয়ে থাকার জন্য। মনে করা হয় যে তিনি ঘরে কারো দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন। লিওনার্দ দা ভিঞ্চি সমস্ত বিষয় কে বৈজ্ঞানিকভাবে উন্মোচিত করার জন্য বিখ্যাত। মোনালিসার মাধ্যমে তিনি দেখাতে চেয়েছিলেন, কোনো ছবির উদ্দেশ্য হবে কারো দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। এটাই তাঁর বিখ্যাত ‘মোনালিসা এফেক্ট’ নামে পরিচিত। ব্যাক্তিটি যেখানেই থাকুন না কেন ছবিটি তাঁর দিকে একভাবে তাকিয়ে থাকবে। কিন্তু জার্মানির বিলফেল্ট ইউনিভারসিটির গবেষনা অন্য কথা বলে। তাঁরা বলেছেন, ছবিটি ১৫ ডিগ্রি কোনো ব্যাক্তির ডানদিকে চেয়ে আছে, সেটি ডান কানও হতে পারে বা কাঁধের উপরও হতে পারে।
মোনালিসাকে নিয়ে নতুন গবেষণা জার্মানিতে
রবিবার,১৩/০১/২০১৯
1181
বাংলা এক্সপ্রেস---