ডাম্পারে ধাক্কা স্করপিওর, আহত ৫


মঙ্গলবার,১৫/০১/২০১৯
512

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: নিয়ন্ত্রন করতে না পেরে সটান ধাক্কা ডাম্পারের পিছনে। বেলদা থানার অন্তর্গত রানীসরাই এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্করপিও গাড়ি সামনে দাঁড়িয়ে থাকা ড্রামপারে ধাক্কা লেগে দুর্ঘটনাগ্রস্ত হল (নেশা মুক্তি কেন্দ্রের ) anti-drugs ডিপার্টমেন্ট এর ৫ জন ব্যক্তি। আহতরা হলেন তাপস বর্মন, অনিমেষ চক্রবর্তী, মিঠুন দত্ত, অমিত দে, বুবুন ভট্টাচারিয়া, অভিজিৎ বৈদ্য।ঘটনায় জানা যায় কলকাতা থেকে নেশা নিরাময় কেন্দ্র কয়েকজন যুবকরা পুরীতে একটি কনভেনশনে গেছিল।

উড়িষ্যাতে সেই কনভেশন থেকে ফেরার পথে ৬০নম্বর জাতীয় সড়কে বেলদা থানার রানীসরাই এর কাছে ঠান্ডার জেরে গাড়ীর জানালা বন্ধ থাকায় সাফোকেশন হয় ড্রাইভার এর হাঁচি আসে। হাচিতে নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিও টি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হয় স্করপিও চালকসহ ৫ জন। তাদের প্রথম স্থানীয় লোকেরা উদ্ধার করে। পরে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।আহতদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট