নাবালিকার বিয়ে রুখে দিল হরিহরপাড়া ব্লক প্রশাসন


মঙ্গলবার,১৫/০১/২০১৯
549

বাংলা এক্সপ্রেস---

হরিহরপাড়াঃ আবার নাবালিকার বিয়ে বন্ধ করল হরিহরপাড়া ব্লক প্রশাসন। মঙ্গলবার হরিহরপাড়া থানার মালোপাড়া গ্রামের পেশায় দিন মজুর রথীন ঘোষের ১৬বছরের নাবালিকা কন্যা বিপাশা ঘোষের বিয়ে দিন ছিল। ওই নাবালিকা বিপাশা ঘোষ হরিহরপাড়া মালোপাড়া হাইস্কুলের একাদশ শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে। মঙ্গলবার গোপন সূত্রে খবর পায় হরিহরপাড়া থানার ব্লক প্রশাসন, কন্যাশ্রী যোদ্ধা এবং পুলিস প্রশাসন।

তাদের তৎপরতায় বন্ধ হল ওই নাবালিকা কন্যার বিয়ে। বিপাশা ঘোষের বিয়ে ঠিক হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার সারগাছিতে। এদিন মালোপাড়ার বাড়িতে বিয়ের প্রায় সব ব্যাবস্থা হয়ে গিয়েছিল। আর এই গোপন খবর পেয়ে তার বাড়িতে হয় প্রশাসনের কর্তা এবং কন্যাশ্রী যোদ্ধারা। তারা গিয়ে নাবালিকার পরিবারকে বাল্য বিবাহের সমস্যা গুলো জানান। তারপর সেই পরিবারের প্রধান রথীন ঘোষ প্রশাসনকে মুচলেখা দেন। তিনি জানান যে মেয়ে ১৮বছরের সাবালিকা হলে তবেই তিনি তার বিয়ের ব্যাবস্থা করবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট