মোরগ লড়াইয়ে মোরগ চুরি সন্দেহের বশে দু’পক্ষের মধ্যে ব্যাপক মারপিট


বুধবার,১৬/০১/২০১৯
496

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: মোরগ লড়াইয়ে মোরগ চুরি সন্দেহের বশে দু’পক্ষের মধ্যে ব্যাপক মারপিটের জেরে গুরুতর জখম হলেন দু’জন। ঝাড়গ্রাম থানার জোড়াখালি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক বছর এইদিন দিন জোড়াখালি এলাকায় মোরগ লড়াই হয়। মোরগ লড়াই করতে গিয়েছেন কন্যাডুবা এলাকার বাসিন্দা বুবা‌ই ঘোষ, তাঁর ভাই সমর ঘোষ ও তাঁর মামার ছেলে বিজয় বারিক। আবার, রাধানগর গ্রাম পঞ্চায়েতের কিসমৎ-ভরতপুর সংসদের সদস্যা বুলবুলি কিস্কুর স্বামী সুনীল কিস্কু ও তাঁর দেওর অনিল কিস্কু মোরগ লড়াই করতে গিয়েছিলেন।

মোরগ চুরি সন্দেহের বশে বিজয় বারিককে ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে সুনীল ও অনিল কিস্কুর বিরুদ্ধে। মারধরের জেরে বিজয় অজ্ঞান হয়ে যায়। পরে আবার অনিল কিস্কু ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে বুবা‌ই ঘোষ ও তাঁর ভাই সমর ঘোষের বিরুদ্ধে। বিজয় বারিক ও অনিল কিস্কুকে গুরুতর জখম অবস্থায় ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন অনিলবাবু নিজে ছুটি নিয়ে বাড়ি চলে আসেন। ওই ঘটনায় এক পক্ষ ঝাড়গ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিস জানিয়েছে, একপক্ষ অভিযোগ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট