পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার জেলা কালেক্টরেট অফিস থেকে শ্রমদপ্তরের মোবাইল ট্যাবলোর উদ্ধোধন হলো আজ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এর অনুপ্রেরনায় এবং শ্রম দপ্তরের উদ্যোগে সকল শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের অভিন্ন সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আজ থেকে শুরু হলো সামাজিক সুরক্ষা যোজনা সেই উপলক্ষে আজকে শ্রম দপ্তরের উদ্যোগে একটি মোবাইল ট্যাবলোর উদ্ধোধন হলো জেলা কালেক্টরেট প্রাঙ্গণে। এই ট্যাবলোটি ব্লক এর বিভিন্ন পঞ্চায়েত এ ঘুরবে।
যে সমস্ত শ্রমিক কর্মচারীবৃন্দ এখনও এই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে শ্রম দপ্তরে নাম নথিভুক্ত করে নাই তাদের জন্য এই মোবাইল ট্যাবলোয় এসে স্পট রেজিস্ট্রেশন করতে পারবে। আজকে ১০ জন অসংগঠিত শ্রমিকে রেজিস্ট্রেশন করানো হলো। একটি পথনাটীকার মাধ্যমে উপস্থিত দর্শকদের কাছে এই প্রকল্পের সামাজিক দিকগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি উত্তরা সিং হাজরা, জেলা শাসক পি মোহন গান্ধী সহ দপ্তরের আধিকারিকবৃন্দ।
Auto Amazon Links: No products found.