ইণ্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাইকেল র‍্যালি


সোমবার,২১/০১/২০১৯
396

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: ইণ্ডিয়ান অয়েল কর্পোরেশন সারা দেশের ২০০ টি শহরের সাথে রবিবার খড়গপুরেও সাইকেল র‍্যালির আয়োজন করে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে, পি,সি,আর,এ (পেট্রোলিয়াম কনজারভেশন রিসার্চ অ্যাসোসিয়েশন), জনসচেতনতামূলক যেসব  কর্মসূচী নিয়েছে, এই র‍্যালি তারই একটি অংশ।

রেল শহরের সাধারণ মানুষ এবং স্কুল ছাত্রেরা এই র‍্যালিতে অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুর আই, আই, টির জিওলজি বিভাগের অধ্যাপক এবং টেকনোলজি স্টুডেণ্ট জিমখানার সভাপতি শ্রী উইলিয়াম কুমার মোহান্তি। এছাড়াও উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শ্রী কিংশুক ভট্টাচার্য এবং স্পোর্টস অফিসার শ্রী এস পাণ্ডা।

আয়োজকদের পক্ষ থেকে ইণ্ডিয়ান অয়েলের খড়গপুর এরিয়ার অফিসার শ্রী প্রদীপ্তময় সাহা জানান যে,“পেট্র পণ্যের সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং উপযোগিতা বিষয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ এবং সচেতনতা প্রসারের উদ্দ্যেশেই এই র‍্যালির আয়োজন করা হয়েছে”।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট