শুরু হল ২৪ তম দক্ষিণ ২৪ পরগণা জেলা বইমেলা


বৃহস্পতিবার,২৪/০১/২০১৯
506

বাংলা এক্সপ্রেস---

দক্ষিণ ২৪ পরগণা:এবছরের দক্ষিণ ২৪ পরগণা জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ভাঙড়ে।ভাঙড় মহাবিদ্যালয় প্রাঙ্গণে ২৩ জানুয়ারি বুধবার শুরু হয়ে চলবে ২৯ জানুয়ারি অবধি।সপ্তাহব্যাপি এই মেলাকে ঘিরে উৎসবের আমেজ এলাকায়।আট থেকে আশি সবাই ভিড় জমাবে বলে আশা উদ্দোক্তাদের।প্রথম দিনেই অবশ্য তার কিছুটা আঁচ পাওয়া গেছে।পড়ুয়া থেকে বইপ্রেমি বহু মানুষ মেলা প্রাঙ্গণে আসেন।শিশুদের উপস্থিতিও চোখে পড়ার মতো। বইমেলায় মনোরঞ্জনের থাকছে নাচ,গান,কবিতা,নাটকসহ নানা স্বাদের অনুষ্ঠান।থাকছে ক্যুইজ,বিতর্ক,বক্তৃতা,ফটোগ্রাফিসহ নানা প্রতিযোগিতার আয়োজন।মেলার বিশেষ আকর্ষণ হল,শিশুদের জন্য কিডস জোন,ফ্রি ওয়াই-ফাই পরিষেবা,ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রভৃতি। অপ্রীতিকর যেকোন ঘটনা এড়াতে গোটা মেলা চত্তরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।থাকছে পর্যাপ্ত পুলিশি ব্যাবস্থা।অগ্নি নির্বাপনের ব্যাবস্থাও রয়েছে।থাকছে মেডিকেল ক্যাম্প ও পানীয় জলের ব্যাবস্থা। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ২৪ তম দক্ষিণ ২৪ পরগণা জেলা বইমেলার উদ্ভোধন করেন যৌথভাবে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি ও সাহিত্যিক সুবোধ সরকার।উপস্থিত ছিলেন সাংসদ ইদ্রীশ আলি,আহমেদ হাসান ইমরান,সুবাশীষ চক্রবর্তী,মন্ত্রী ব্রাত্য বসু,মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা,জেলা সভাধীপতি শামিমা শেখ,প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম,ভাঙড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বীরবিক্রম রায়,জেলাপরিষদ সদস্য কাইজার আহমেদ,নান্নু হোসেন প্রমুখ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট