এই আঘাত সবর্ত্রই, শ্রীকান্ত মাহাতোর অ্যারেষ্ট প্রসঙ্গে মহাসচিব পার্থ চ্যাটার্জী


শুক্রবার,২৫/০১/২০১৯
554

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: বিশিষ্ট প্রযোজক শ্রীকান্ত মাহাতোকে অ্যারেষ্ট করল সিবিআই। আজ কসবায় তাঁর অফিসে সিবিআই হানা দেয়। সেখানে তাঁকে রোজভ্যালি কাণ্ডের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সদুত্তর দিচ্ছেন না বলে দাবি সিবিআই অফিসারদের। তাঁর বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ তোলা হচ্ছে। সেই কারণে সিজিও কমপ্লেক্সের অফিসে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে বলেই আটক করা হচ্ছে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে যদি সেখানেও তিনি ওইসব প্রশ্নের সদুত্তর না দিতে পারেন তবে তাঁকে গ্রেপ্তারও করা হয়।

ঝাড়গ্রামের জঙ্গলমহল উৎসব ২০১৯ এ যোগ দিতে এসে শ্রীকান্ত মাহাতোর অ্যারেষ্ট প্রসঙ্গে মহাশচিব পার্থ চ্যাটার্জী বলেন উনি আমাদের দলের কর্মী নয়। কিন্তু এই আঘাত সবর্ত্রই আসছে। চলচিত্র, রাজনীতি, ক্লাব পরিচালক থেকে সবার উপর ভীত ও সন্ত্রাস চালাবার জন্য এসব করছে। এরকম করে কোন লাভ হবে না। এরা প্রতি হিংসাপরায়ন। এটা গনতন্ত্রে বিপদের লক্ষণ। গনতন্ত্রে ক্ষমতাকে অপব্যবহার করে সিবিআই সহ স্বশাসিত সংস্থাকে বিজেপি তাঁদের দলদাসে পরিণত করেছে। এদের সংগঠন বলে কিছু নেই। যখনই নির্বাচন আসে, তখন এই জুজু দেখায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট