ঝারখন্ড দিসম পাটির তরফে ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ


শুক্রবার,২৫/০১/২০১৯
512

বাংলা এক্সপ্রেস---

ঝারখন্ড দিসম পাটির তরফে ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বুধবার ইটাহারে। এদিন জয়হাট অঞ্চলের চেকপোষ্ট এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে কয়েকশ আদিবাসী তীর, ধনুক, লাঠি শোটা নিয়ে রাস্তার উপর আগুন জালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে সংগঠনের তরফে।

সংগঠনের জেলা সভাপ্রতি দূর্গা মুরমু বলেন গতকাল রাতে ইটাহার থানার পুলিশ অবৈধ্য ভাবে ভগন টুডু নামে এক কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। আমরা জানতে পারি জয়হাট এলাকার মক্কা মুরমু নামে ব্যক্তির কোন কেসের ব্যাপারে ওয়ারেন্ট বেরিয়েছে, আর ইটাহার থানার পুলিশ ভগন টুডু কে নিয়ে গেছে যার কোন কেস কাচারি নেই, তাই ভগন টুডুর নিস্বার্থে মুক্তির দাবিতে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি।

এদিন সকাল নটা থেকে প্রায় তিন ঘন্টা ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করার ঘটনা স্থলে যায় ইটাহার থানার পুলিশ।অবশেষে পুলিশের আশ্বাসে ভগন টুডুকে ছেরে দেওয়া হোলে অবরোধ তুলে নেন আন্দোলন কারীরা। এদিনের কর্মসূচিতে ছিলেন সংগঠনের ব্লক সভাপতি গোপাল টুডু, শখিল হেমরম সহ অন্যান্য নেতৃত্ব। এদিন দীর্ঘক্ষন অবরোধের জেরে বহু দুর পাল্লার গাড়ি আটকে পরে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট