বারাসতে উদযাপিত হল জাতীয় ভোটার দিবস


শনিবার,২৬/০১/২০১৯
780

হাবিব উল ইসলাম ---

বারাসত: জেলা নির্বাচন কমিশন ও জেলাশাসকের উদ্যোগে শুক্রবার উত্তর 24 পরগনার বারাসতে উদযাপিত হল জাতীয় ভোটার দিবস। উত্তর 24 পরগনা জেলাশাসকের কার্যালয়ের পার্শ্বস্থ মুক্তমঞ্চে 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শাসক অন্তরা আচার্য। নতুন ভোটারদের উদ্দেশ্যে এদিনের তাৎপর্য সম্পর্কে তিনি আলোকপাত করেন।

আঠারো বছর বয়স হলেই সকল নাগরিক যাতে ভোটার তালিকায় নাম নথিভূক্ত করেন ও ভোট দিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে এগিয়ে আসেন তার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে 2011 সাল থেকে প্রতি বছর 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়।

এদিন নতুন ভোটারদের ভোটদান প্রক্রিয়া হাতে কলমে দেখানো হয়। বারাসত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল, বীণাপানি গার্লস হাইস্কুল সহ স্থানীয় বহু স্কুলের উপস্থিত ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো। প্লাকার্ড হাতে তারা এলাকায় পদযাত্রায় অংশগ্রহণ করে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট