শেষ দুটি একদিনের ম্যাচের জন্য নিউজিল্যান্ড দলে এলেন নিশাম, অ্যাশটেল


মঙ্গলবার,২৯/০১/২০১৯
552

বাংলা এক্সপ্রেস---

নিজেদের দায়িত্ব জ্ঞানহীন বোলিংয়ের কারনে শেষ দুটো ম্যাচে নিউজিল্যান্ড দল থেকে বাদ পড়লেন ইশ সোদি এবং ডাগ ব্রেসওএল। ডাগ ব্রেসওএল ও ইশ সোদির জায়গায় দলে এলেন অলরাউন্ডার জেমস নিশাম এবং স্পিনার টড অ্যাশটেল। চোটের জন্য ভারতের বিরুদ্ধে প্রথম তিনটি একদিনের ম্যাচে দলের বাইরে ছিলেন অলরাউন্ডার জেমস নিশাম। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে লজ্জাজনক পারফরমেন্সের পর নিউজিল্যান্ড বাধ্য হল দলে পরিবর্তন আনতে।

ব্রেসওএল দ্বিতীয় ম্যাচে দ্রুত অর্ধশত রান করে দর্শকদের নজর কেড়েছিলেন। কিন্তু বলে হাতে তিন ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছিলেন এবং শেষ ম্যাচে ৬ ওভার বল করে ৪৯ রান দিয়ে ছিলেন। ইশ সোদি দুটি ম্যাচে একটি উইকেটও পাননি উপরন্তু স্লো টার্নিং পিচ হওয়া সত্ত্বেও তৃতীয় ম্যাচে ওভার পিছু তিনি ৭.৫০ করে রান দিয়েছেন। অন্যদিকে ব্যাটিং এর জন্য উইল ইয়ং কে দলে আনার কথা ভাবা হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট