ফের রাজনৈতিক সংঘর্ষ নারায়ণগড় এর মকরামপুরে


মঙ্গলবার,২৯/০১/২০১৯
484

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ফের রাজনৈতিক সংঘর্ষ নারায়ণগড় এর মকরামপুরে। আহত তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি লক্ষী সিট।অভিযোগ রবিবার সকালে নারায়ণগড় থানার ডহরপুর বাজার থেকে ফেরার পথে মিহির চন্দের অনুগামীরা মারধর করে লক্ষ্মী সিটকে। উল্লেখ্য মকরামপুর এর তৃণমূলের দাপুটে নেতা নামে পরিচিত লক্ষী সিট। মকরামপুর এর তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণের পর গ্রেপ্তার করা হয় লক্ষ্মী সিটকে। দল বিরোধী কাজের জন্য ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবী জেলা তৃণমূল নেতৃত্বের।

ঘটনায় গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল এ ভর্তি লক্ষী সিট। মারধরের ঘটনায় হাত পা ভেঙে গিয়েছে তার। যদিও গোষ্ঠী কোন দলের কথা মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা সভাপতি অজিত মাইতির দাবি, পারিবারিক বিবাদের জের এই মার খেতে হয়েছে লক্ষ্মী সিটকে। এর সাথে দল বা দলের কোন ব্যক্তির যোগসাজশ নেই। তবে দলের কোন ব্যক্তির নাম প্রকাশ ছেলে তার বিরুদ্ধে যে কড়া শাস্তি নেওয়া হবে এমনটাও জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি। মকরামপুরে বারবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের কথা প্রকাশ্যে এলেও কেন তৃণমূল নেতৃত্ব ব্যবস্থা নিচ্ছে না সেটাই বড় প্রশ্ন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট