রাজ্যের মুখ্যমন্ত্রী যে সমস্ত মানবিক প্রকল্প গুলি ঘোষণা করেছে তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম।রাজ্যের কয়েক লক্ষ কৃষক এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে উপকৃত হতে শুরু করে দিয়েছে।জানা যায় এই প্রকল্পের মাধ্যমে আজ থেকে সারা রাজ্যের যে ছোট ছোট কৃষকরা তারাতাদের কৃষি কার্যের সুবিধার্থে সরকার থেকে কিছু আর্থিক অনুদান পাবে যা দিয়ে কিছুটা তাদের আর্থিক দিক দিয়ে সুবিধা পাবে।আরো জানা যায় এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের ১ থেকে৪০ শতক জমি আছে তারা খরিপ ও রবি মৌসুমে পাবে এক হজার টাকা করে মোট ২ হাজার টাকা। আর যাদের এক একর পর্যন্ত জমি আছে তারা পাবে খরিপ মৌসুমে আড়াই হাজার টাকা ও রবি মৌসুমে পাবে আড়াই হাজার টাকা।আজ তারি লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর ও চন্ডিপুরে শুরু হলো একটিক্যাম্প করে কৃষকদের সেই প্রকল্পের অনুদান দেওয়ার জন্য ফরম ফিলাপের কাজ ।ফলে প্রচুর কৃষকদের দেখা যায় উৎসাহেরসাথে সেখানে উপস্থিত হয়ে উৎসাহের সাথে সেই প্রকল্পের ফর্ম ফিলাপ করতে ।আজ এই ক্যাম্পেউপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের কৃষি আধিকারিক গোপাল চন্দ্র ঘোষ, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য দোধী মোহন দেব শর্মা।এক সাক্ষাৎকারে দোধী বাবু বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগ এর ফলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজ রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের সাথে সাথেপ্রচুর সাধারণ মানুষ উপকৃত হচ্ছে । কালিয়াগঞ্জ ব্লকের কৃষি আধিকারিক গোপাল চন্দ্র ঘোষ জানানআজকে এই ক্যাম্পের এর মাধ্যমে যে সমস্ত কৃষকরা রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প ফরম ফিলাপকরেছে তাদের আগামী পয়লা ফেব্রুয়ারি এখানেই আবার ক্যাম্প করে তাদের হাতে চেক দেওয়াহবে। তিনি বলেন ইতিমধ্যে রাজ্য সরকারের এই প্রকল্প কৃষকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা লাভকরেছে ।
কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষক উপকৃত হতে শুরু করেছে
মঙ্গলবার,২৯/০১/২০১৯
1294
বাংলা এক্সপ্রেস---