ভারতীয় সংবাদপত্র দিবস পালন ডিরোজিও মেমোরিয়াল কলেজে


শুক্রবার,০১/০২/২০১৯
540

বাংলা এক্সপ্রেস---

রাজারহাট: মঙ্গলবার রাজারহাটের ডিরোজিও কলেজে পালিত হল ভারতীয় সংবাদপত্র দিবস। কলেজ অডিটরিয়ামে সাংবাদিকতা ও গনজ্ঞাপন বিভাগের উদ্দোগে এদিন সেমিনার আয়োজন করা হয়। কলেজের প্রিন্সিপাল দিবেন্দু তলাপাত্র ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অনির্বাণ বসু রায়চৌধুরি সংবাদপত্রের ইতিহাস ও উপকারিতা বিষয়ে বক্তব্য রাখেন।সংবাদপত্র যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং নিপিড়িত মানুষের কন্ঠস্বর তা তাদের কথায় উঠে আসে।

এছাড়া আরো কয়েকজন অধ্যাপক তাদের বক্তব্য পেশ করেন। ছাত্র-ছাত্রীদের মধ্যেওকয়েকজন সংবাদপত্র দিবস উৎযাপণের উপর আলোচনায় অংশ নেয়। এই অনুষ্ঠান থেকে কলেজের নিউজ পোর্টাল ডিরোজিয়ান টাইমস পথ চলা শুরু করেছে। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত সাংবাদিকতায় প্রবেশে পোর্টালটি সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সাংবাদিকতা বিভাগের প্রধান অনির্বাণ বসু রায়চৌধুরি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট