চিনে অভিনব কায়দায় পালন করা হবে ‘লুনার নববর্ষ’


শনিবার,০২/০২/২০১৯
1018

বাংলা এক্সপ্রেস---

চীন এর চেচিয়াং প্রদেশের একটি হোটেলে একটি লুনার নববর্ষের প্রচার সম্ভবত ভক্তদের মধ্যে ভয় বা আনন্দদায়ক অনুভূতির সৃষ্টি করবে। হানঝোরে বিশ্বের মধ্যে প্রথম হোটেল, যেখানে এক অভিনব কায়দায় এলাকার মানুষ নববর্ষ পালন করা হবে। এটি একটি হিউমান হট পটের মত দেখতে যেটি ডিজাইন করেছে উন্মানের স্প্রিং পুল। হোটেল কতৃপক্ষ বলেছে, তাদের লক্ষ্য হল সুস্থ ও আধুনিক জীবন যাত্রার মধ্যদিয়ে লুনার নববর্ষকে স্বাগত জানান। এর সঙ্গে সঙ্গে তারা বসন্ত উৎসবও পালন করবে, যেটি ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট