ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের ম্যাচে অনিশ্চিত গুপ্তিল


শনিবার,০২/০২/২০১৯
566

বাংলা এক্সপ্রেস---

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে প্রথম তিনটি ম্যাচ জিতে একদিনের সিরিজ আগেই পকেটে পুরে নিয়েছিল ভারত।শেষ দুটি ম্যাচ কার্যত মর্যাদা রক্ষার ম্যাচ। চথুর্ত ম্যাচে ভারতকে পর্যুদস্ত করে দিয়েছিল নিউজিল্যান্ড। দুটো টিমই আগামীকাল ওয়েলিংটনে শেষ ম্যাচ খেলার জন্য তৈরী হচ্ছে। একদিকে ভারত এই ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে সম্পূর্ণরূপে ধরাশায়ী করে সিরিজ শেষ করতে চায়। অন্যদিকে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে নিউজিল্যান্ড সম্মানের সঙ্গে একদিনের সিরিজ শেষ করতে চায়।

প্র্যাকটিস ম্যাচে পিঠে চোট পেয়ে আগামীকাল ম্যাচের জন্য অনিশ্চিত হয়ে পড়েছেন মার্টিন গুপ্তিল। যদিও নিউজিল্যান্ড ট্যুইট করে জানিয়েছে, কালকে সকালে সঠিক সিদ্ধান্ত তারা নেবে। গুপ্তিল না খেললে কলিন মুনরোকে আবার তারা দলে ফেরাবে। অন্যদিকে ভারতীয় দলে ফিরছেন ধোনি, সঞ্জয় বাঙ্গার আজ প্রেস কনফারেন্স করে একথা জানিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট