শন এবোটের বাউন্সারে আঘাত পেয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন ফিলিপ ইউজ। ক্যানবেরার ক্রিকেট গ্রাউন্ড সেই স্মৃতিকে উস্কে দিল। আজ দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ চলাকালিন কামিন্সের একটা দ্রুত গতির বাউন্সারে মাথায় লেগে গুরুতর আঘাত পান এবং সঙ্গে সঙ্গে পড়ে যান শ্রীলংকার ওপেনার করুনারত্নে। অবিলম্বে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার টিমের ডাক্তার চলে আসেন। রোশন ডিসিলভা করুণারত্নের হাতের গ্লভস এবং হেলমেট খুলে দেন। তারপর করুণারত্নকে স্ট্রেচার করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়।
ইউজের স্মৃতি মনে করাল ক্যানবেরা
শনিবার,০২/০২/২০১৯
668
বাংলা এক্সপ্রেস---