ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি তৈরী করে আমেরিকার সাথে অন্তর্বর্তীকালীন ক্ষেপনাস্ত্রের চুক্তি থেকে সরে এল রাশিয়া


রবিবার,০৩/০২/২০১৯
832

বাংলা এক্সপ্রেস---

রাশিয়া ও আমেরিকার মধ্যে যে পরমাণু ক্ষেপণাস্ত্রের চুক্তি হয়েছিল তার থেকে বেরিয়ে এল রাশিয়া। কিছুদিন আগে আমেরিকা কিছু রাশিয়াকে শর্ত দিয়েছিল এবং তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছিল যে ১৮০ দিনের মধ্যে যদি সেই শর্ত না মানা হয় তাহলে তারা চুক্তি থেকে বেরিয়ে আসবে। কিন্তু আমেরিকা সেটা করার আগে রাশিয়া নিজেই পারমানবিক ক্ষেপণাস্ত্রের চুক্তি থেকে বেরিয়ে এল।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আমেরিকা যে পথ দেখিয়ে দেবে আমরা সেটিকেই অনুসরন করব। আমরা আঘাতের বদলে আঘাতের নীতি কে অনুসরন করব। পুতিন আরও বলেছেন, ওরা বলেছে আমরা এটা নিয়ে গবেষণা করব এবং আমরাও ক্ষেপনাস্ত্র নিয়ে গবেষনা শুরু করব।

পুতিন তাঁর মন্ত্রীদের আদেশ দিয়েছেন আমেরিকার সাথে যেন কোন ভাবেই সমঝোতা না করা হয়। এই অনাক্রমণ চুক্তি থেকে সরে এসে রাশিয়া আমেরিকার সাথে অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে। অন্যদিকে চীনও আমেরিকার হুশিঁয়ারিকে সমালোচনা করেছে। এখন চীন যদি রাশিয়ার পক্ষে যোগ দেয় তাহলে স্বাভাবিক ভাবেই এক উত্তেজনাপূর্ন পরিস্থিতির সৃষ্টি হবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট