জলের কষ্টে অস্ট্রেলিয়ায় মারাগেল অসংখ্য বন্য ঘোড়া


রবিবার,০৩/০২/২০১৯
916

বাংলা এক্সপ্রেস---

উত্তর অস্ট্রেলিয়াতে অত্যাধিক তাপপ্রবাহে এক ভয়াবহ পরিস্থিতির আবির্ভাব হয়েছে। বর্তমান অবস্থা এতটাই ভয়াবহ যে ৩৩০ ফুট নিচেও জল পাওয়া যাচ্ছে না। এক ব্যাক্তির কথায়, ‘আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিনা। যে ঘোড়া গুলো কিছু দিন আগে পর্যন্ত অত্যন্ত সবল ছিল। তারা জলের কষ্টে সারিবদ্ধ ভাবে মরে পড়ে আছে।’

তিনি আরও বলেছেন, আমি আমার আমি নিজেও ঠিক ভাবে গুনে উঠতে পারছিলাম না যে ঠিক কটা ঘোড়া মারা গিয়েছে। এটা বিধ্বংসি। এক আধিবাসী যুবকের কথায়, যে সমস্ত প্রাণীরা জলের সন্ধানে গিয়েছিল তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি।এখানকার স্থানীয় মানুষেরা ঘোড়াদেরকে খুব যত্ন করে। এরা বন্য প্রাণীদেরকে নিয়ে খুব চিন্তিত।

 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট