বোলারদের পরে ব্যাটসম্যানদেরও অসহায় আত্মসমর্পণ,৮০ রানে হার ভারতের


বুধবার,০৬/০২/২০১৯
529

বাংলাএক্সপ্রেস---

প্রথমে ভারতীয় বোলারদের অসহায়তায় ২১৯ রানের বিরাট স্কোর খাড়া করে নিউজিল্যান্ড।তার পর ব্যাটসম্যানদেরও অসহায় আত্মসমর্পণে প্রথম টি ২০ তে ৮০ রানের বিশাল পরাজয় বরণ করতে হল টিম ইন্ডিয়ার।কিউইদের আগুনে ব্যাটিংয়ের পর দাপট দেখায় তাদের বোলারাও।ফলে ১৯.২ ওভারে মাত্র ১৩৯ রানে শেষ হয় ভারতের ইনিংস।এর আগে রোহিত শর্মা টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন।ধনিকে ছাড়া এদিন ভারতীয় ব্যাটসম্যানদের নড়বড়ে লাগে।তবে দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী অনেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট